প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক গর্ভবতী মাকে স্বাগত ও অনাগত সন্তানকে শুভেচ্ছা উপহার প্রদান করেন,উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার, সুপ্রভাত চাকমা।
( ১৪ ফেব্রুয়ারি)মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে,স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া এক গর্ভবতী মাকে স্বাগত ও অনাগত সন্তানকে এ শুভেচ্ছা উপহার প্রদান করেন তিনি।
শুভেচ্ছা প্রদানকালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার চৌকষ কর্মকর্তা সকলের প্রিয় উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি,ছিলেন ডাঃ মির্জা রিয়াদ হাসান,ডাঃবিপ্লব আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ সহ কমপ্লেক্সে কর্তব্যরত সেবক /সেবিকারা।
নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন হাওরাঞ্চলের সাস্থসেবা অনেকটাই এগিয়ে গেছে।এখন প্রতিটি জায়গায়ই কমিউনিটি ক্লিনিক আছে যেখান থেকে গ্রামের মানুষ সহযেই সেবা নিতে পারে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest