প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পূর্ব লম্বাবাঁকে নতুন মসজিদ শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রোববার উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের নতুন মসজিদ শুভ উদ্ভোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো: হানিফ মিয়া।
প্রধান অতিথি ও উদ্ভোধক সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সমাজসেবক পাকিস্থানি মো: মনির হোসেন, ওসি আব্দুন নাসের, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কাজী আশরাফুজ্জামান, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল খয়ের সহ অনেকেই।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest