ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে তিন মাদক ব্যবসায়ীকে আটক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের নুরুল হকের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের কালাগড় গ্রামের মৃত হাচ্চু মিয়ার ওয়াজ কুরুনী, আব্দুল মোতালিবের ছেলে মোফাজ্জল ও কাঞ্চন মিয়ার ছেলে শাকিল।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক জানান, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদসহ ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের বিঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন