প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৩
সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: ছাতকের সিংচাপইড় ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২২ জানুয়ারি ৬১সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি,জাউয়াবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরাদ হোসেন ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।
জুবায়ের আহমদকে সভাপতি ও সাচ্চু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটিতে সহ সভাপতি ১০ জন,যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন,সহ সম্পাদক ১০ জন ও সদস্য রয়েছেন ১৯ জন।কমিটিতে সহ সভাপতি একরাম হোসেন,জাহেদ হোসেন, আতিকুর রহমান, প্রকাশ নাথ,জাহির আলী,আরজু মিয়া,আলমগীর হোসেন,নিরু সুত্রধর,মরম আলী, সাইদুল হক, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, এমরান হোসাইন,আবুল মিয়া,সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আনোয়ার পারভেজ,গুলেনুর হোসেন,সহ সম্পাদক নানু মিয়া,আলকাছ আলী,রিপন মিয়া,আমির উদ্দিন,আল-আমিন,হামিদ মিয়া,সুজন মিয়া,বাহু কর,মাখন কর,আকলুছ মিয়া,
প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন,দপ্তর সম্পাদক রুবেল মিয়া,অর্থ সম্পাদক সাজ্জাদুল ইসলাম,ত্রাণ বিষয়ক সম্পাদক মুহিম উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক রুয়েল মিয়া,স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক জহুর আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ,ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ছবি বেগম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জমিরুল হক, উপ দপ্তর সম্পাদক নাসির উদ্দিন এবং সদস্য রয়েছেন কামরান মিয়া,মিঠু মিয়া,দীপংকর সুত্রধর, দিলু মিয়া,হারুন মিয়া,দুলন মিয়া,জাহেদ হোসেন, রিয়াজ আহমদ রাজু,আইনুল হক,জাহাঙ্গীর আলম, মনোয়ার হোসেন ইমন,মুহিবুর রহমান, নাজির আলী, সোনা মিয়া,গোলাম হোসেন, আজহারুল ইসলাম, আবুল হাসনাত, সেফুল মিয়া ও মিলন মিয়া।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest