তাহিরপুর ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন ইউএনও সুপ্রভাত চাকমা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

তাহিরপুর ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন ইউএনও সুপ্রভাত চাকমা

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

শুক্রবার বিকালে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের খালের তীরে শনির হাওরের পিআইসির কাজ পরিদর্শন করেন।

হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার চৌকস কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, তাহিরপুর সদর ইউনিয়নের জনপ্রিয় জনতার চেয়ারম্যান জনাব জুনাব আলী, তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা (পাউবো ) উপ সহকারী কর্মকর্তা শওকত উজ্জামান, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও পি আই সি কমিটির সভাপতি নুরুল ইসলাম, এনায়েত কবির,রাকিব পাঠান, ইসলাম নূর সহ গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার জনগন।
হাওর রক্ষা বাঁধ পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন যে সকল বাঁধের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা তাদের কাজ পরিদর্শন করছি আশা করছি সময়মতো সংশ্লিষ্ট পি আই সি তাদের কাজ শেষ করতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ