পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে দৈহিক বিকাশ ও মননের বিকাশ ঘটবে; জেলা প্রশাসক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে দৈহিক বিকাশ ও মননের বিকাশ ঘটবে; জেলা প্রশাসক

৫১ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ সুনামগঞ্জ জেলা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২০ জানুয়ারী) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)শেখ মহিউদ্দিন।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শকগন,ও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ সহ ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ছাত্রছাত্রীদের উদ্যেশ্যে বলেন, সরকার আমাকে পাঠিয়েছেন এই এলাকার মানুষের জনগনের সেবা করার জন্য। যারা গুণী লোক যারা আগামীদিনের ভবিষ্যৎ তাদেরকে গাইডলাইন দিয়ে,তারা যেনো আগামী প্রজন্মে সত্যিকার অর্থে এদেশের গুণী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সে ব্যপারেই মূলত আমরা কাজ করে থাকি। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করলে দৈহিক বিকাশ ও মনের বিকাশ ঘটবে। তাহলে আমরা সুস্থ ও আদর্শ নাগরিক হতে পারবো।
তিনি আরো বলেন,এদেশটা আমাদের সকলের।আমাদের সকলে মিলেমিশে এদেশটি গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের, তাহলে আগে আমাদের স্মার্ট ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এবং পড়াশুনার পাশাপাশি বিশ্বের আধুনিক তথ্য প্রযুক্তির সাথে পরিচয় হতে হবে। এদেশকে বিশ্বের সাথে নেতৃত্ব দিতে হবে। যদি আমরা নেতৃত্ব অর্জন করতে চাই,তাহলে পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলেই আমাদের মন ঠিক থাকবে,শরীর ঠিক থাকবে,এগুলো ঠিক থাকলে আমরা পড়াশুনা করতে পারবো, জ্ঞান অর্জন করতে পারবো।
উল্লেখ্য যে,এসময়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলাধুলায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ