শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চমক দেখালেন বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চমক দেখালেন বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগীরা

ভাটির কন্ঠ ডেস্ক : ৫১ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৩ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন দিন ব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১৬ জানুয়ারী) সোমবার বিকেল ৪ ঘটিকার সময় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু করুনা সিন্ধু চৌধুরী বাবুল,
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ হাসান, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদার,বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সহ স্কুলের শিক্ষার্থীগন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, শিক্ষা গ্রহণের সাথে সাথে খেলাধুলায় শরীর ও মন দুটিই ভাল থাকে। সেই সাথে খেলাধুলা একে অন্যের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বিভিন্ন সামগ্রী দিয়েছেন।আমরা প্রধানমন্ত্রীর দেয়া খেলাধুলার সামগ্রী সকল প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছি।আপনারা আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের সবসময়ই ভালো রাখেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রতিযোগীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। এসময়ে বড়দল উচ্চ বিদ্যায়লের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী সাদিয়া সুলতানা আলফা দড়ি লাফে মেয়ে (বড়) প্রথম স্হান লাভ করে পুরস্কার গ্রহন করেন। এবং ছোট উভয়ে প্রথম, দ্বিতীয়,তৃতীয়, সহ মোট ৬ টি পুরস্কার লাভ করেন। এবং পরবর্তীতে তারা জেলায় অংশ গ্রহন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ