ধর্মপাশায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

ধর্মপাশায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে ১৬ জানুয়ারি সোমবার বেলা ১১টায় বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের সভাপতিত্বে প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল,সঞ্জয় রায় চৌধুরী, মোকাররম হোসেন তালুকদার, গোলাম ফরিদ খোকা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর আলম ফারুক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শরীরচর্চা শিক্ষকবৃন্দ।

ক্রীড়ানুষ্ঠান শেষে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও আগত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ গ্রহন করিবেন বলে জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ