পৌনে পাঁচ লক্ষ টাকার পন্য সহ ৩ জন আটক

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

পৌনে পাঁচ লক্ষ টাকার পন্য সহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের সীমান্তে অভিযানে প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদ, গাঁজা, কয়লা, সীমসহ মোবাইল, বাংলাদেশী মাছ, নগদ টাকা সহ ৩ জন আসামীকে আটক করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, ডুলুরা বিওপির টহল দল রবিবার সীমান্ত পিলার ১২১১/১২-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১২৬ কেজি বাংলাদেশী মাছ আটক করে।

বিরেন্দ্রনগর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১১৯৩/৮-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় গাঁজা, সীমসহ মোবাইল-০৩টি, বাংলাদেশী নগদ ৪,২২০/- টাকা এবং ০৩ জন আসামী আটক করে। আটককৃত আসামীরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ইগরতলী গ্রামের মৃত আব্দুল মনার পুত্র আনোয়ার আলী (৩০), একই গ্রামের মৃত আব্দুল হাসেমের পুত্র সাকিব মিয়া (২২) এবং খোরশেদ আলীর পুত্র নয়ন মিয়া (১৮)।

চাঁনপুর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০২/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১৯ বোতল ভারতীয় মদ আটক করে।

লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

আশাউড়া বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২২২/১৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ আটক করে।

চিনাকান্দি বিওপির টহল দল সোমবার সীমান্ত মেইন পিলার ১২১০ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে।

চাঁনপুর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১১৮ বোতল ভারতীয় মদ আটক করে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য-৪ লক্ষ ৭২ হাজার ৭৮০ টাকা

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা ও বাংলাদেশী মাছ শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, আটককৃত ভারতীয় গাঁজা, সীম, মোবাইল এবং বাংলাদেশী টাকাসহ আসামী তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ