প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩
ছাতক প্রতিনিধি,: ছাতকে অন্যের পুকুরের পানিতে পড়ে থাকা একটি গাছ সরিয়ে নিচ্ছেনা গাছের মালিক। এতে পুকুরের পানি দূষিত হচ্ছে। আর এ দূষিত পানি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হচ্ছে একটি ভুক্তভোগী পরিবারকে। দূষিত পানি পান করে অসুস্থ হয়েছেন এ পরিবারের একাধিক লোক।জানাগেছে উপজেলার সিংচাপইড় গ্রামের মাঝপাড়ার বাসিন্দা সন্তোষ দের বাড়ির পশ্চিম দিকে একটি পুকুরে পার্শ্ববর্তী মিন্টু দাসের কয়টি গাছ ঝড়ে ভেঙ্গে পড়ে। ২০২২ সালের কাল বৈশাখী ঝড়ের সময়ে গাছগুলো ভেঙ্গে পুকুরের পানিতে পড়ে। সে থেকেই গাছগুলো সরিয়ে নিতে বলা হয়েছে মিন্টু দাসের পরিবারকে। কিন্তু এ পর্যন্ত গাছগুলো সরিয়ে নেয়া হয়নি। ফলে গাছ পঁচে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির বিকল্প কোন ব্যবস্থা না থাকায় পুকুরের দুষিত পানিই রান্না-বান্না সহ সকল কাজে ব্যবহার করতে হচ্ছে সন্তোষ দের পরিবারকে। প্রায় ৯ মাস ধরে পুকুরের পানিতে পড়ে থাকা গাছ নিয়ে গ্রামে সালিশ বৈঠক ও হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ভুক্তভোগী পরিবারের স্বাস্থ্য সহ সব দিক বিবেচনা করে পুকুর থেকে গাছ সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ ও করেছেন। কিন্তু কোন সুফল হয়নি। মিন্টু দাস গাছ সরিয়ে নিচ্ছেনা।গাছের মালিক মিন্টু দাস ও তার স্ত্রী নমিতা দাস,নিরদা মালাকারের ভূমিতে বসবাস করেন বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবার সন্তোষদের পুত্র সুধাংশু দে ও সুব্রত দে প্রবাসী। কাজেই এ নিয়ে কথা বলার লোক তাদের পরিবারে নেই। এজন্য ইচ্ছে করে মিন্টু দাসের পরিবার সন্তোষ দের পরিবারকে হয়রানি করছে।মিন্টু দাসের স্ত্রী নমিতা দাস জানায়, জায়গা নিয়ে তাদের মধ্যে সমস্যা থাকায় গাছ তারা কাটবে না। তারা গাছ কাটুক পরে আমরা ব্যবস্থা নিবো। পানি দূষিত হয়ে অন্য পরিবারের ক্ষতিসাধন হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পানি নষ্ট হয়ে গেলেও আমাদের কিছু করার নেই। আগে জায়গার সমাধান চাই। ইউপি সদস্য আল আমীন বলেন বেশ কিছু দিন আগে ইউপি চেয়ারম্যান গ্রামের মুরুব্বিয়ানদের নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার দায়িত্ব দিয়েছিলেন।আমি মুরুব্বিদের নিয়ে তাদের বাড়িতে গিয়ে মিন্টুকে পুকুর থেকে গাছ তুলতে বলেছি আর সন্তোষকে তার দেয়া বেড়া তুলতে বলেছি। জায়গা সংক্রান্ত বিষয় কাগজ-পত্র দেখে সমাধান করা হবে। কিন্তু বেড়া তুলা হলেও পুকুর থেকে গাছ এখনো তুলা হয় নি বলে সুব্রত তাকে জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest