প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
ভাটির কণ্ঠ ডেস্ক : সুনামগঞ্জ জেলা উইমেন্স চেম্বার অব ইন্ডাস্ট্রি নিবন্ধনকৃত সকল নারী উদ্যেক্তাদের কে ভালো কাজের প্রামানীক হিসাবে ব্যবসায়ীক প্রতিষ্টান কে ক্রেস্ট ও সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
(০৯ জানুয়ারী) সোমবার বিকেল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব ইন্ডাস্ট্রির কার্যালয় প্রাঙ্গনে চেম্বারের চেয়ারম্যান হুসনা হুদার সভাপতিত্বে ও উইমেন্স চেম্বারের পরিচালক সৈয়দা ফারহানা ইমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উইমেন্স চেম্বারের পরিচালক রিমি আক্তার,মাসুমা চৌধুরী নিলা,সোরভী খন্দকার,সেলিনা বেগম,সাবিনা চৌধুরী,রিমি আক্তার,তাজরিন চৌধুরী,সালমা চৌধুরী,রুবি আক্তার,দিলসাত চৌধুরী,মারজানা ইসলাম শিবনা,প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা উইমেন্স চেম্বারের চেয়ারম্যান হুসনা হুদা বলেন, উইমেন্স চেম্বার প্রতিষ্টা লগ্ন থেকে এযাবৎ পর্যন্ত নারী উদ্যেক্তাদের সহযোগিতা করে আসছে। নারীরা আগে কোন জায়গায় গিয়ে তাদের ব্যবসার কথা স্বপ্নের কথা বলতে পারতোনা। কিন্তু, আজ এমন একটা দিন এসেছে যেখানে নারীদের একটা সহযোগিতার প্লাটফর্ম তৈরী হয়েছে। উইমেন্স চেম্বারের সার্টিফিকেট নিয়ে যে কোন জায়গায় দাঁড়ালে লোন পাওয়া যায়। আমরাও প্রাথমিক অবস্থায় ১৫ হাজার টাকা করে দেই। যেখান থেকে তার স্বপ্নটা জাগাইতে পারে। তা আমরা শুরু করে দেই। আজ অত্যান্ত আনন্দের দিন,সুনামগঞ্জের নারীরাও আজ এগিয়ে যাচ্ছে। অসংখ্য নারী উদ্যেক্তারা আজ এই প্লাটফর্মে বিভিন্নরকম কাজ করে স্বাবলম্বী হয়েছে। সত্যি আজ আমরা খুব গর্বিত। আমরা আশা করছি অতিত ও বর্তমানের ন্যায় ভবিষ্যতেও আমরা অনেক ভালো করবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ঠিক আমরা নারীরাও কাজ করে স্বাবলম্বী হয়ে এগিয়ে যাবো।
এসময়ে নারী উদ্যেক্তাদের মধ্যে যারা ব্যবসায়ীক প্রতিষ্টান নিয়ে খুব ভালো কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে ক্রেস্ট পেয়েছেন সৈয়দা ফারহানা ইমা,দিলসাদ বেগম চৌধুরী, মাহমুদা আক্তার রুবি,সেলিনা বেগম,জুবিলী বেগম,আসমা বেগম,রিনা বেগম,নাজমা বেগম,রাবেয়া বেগম,ফেরদৌসী বেগম,নিকতারা বেগম। এবং শতাধিক নারী উদ্যেক্তারা পেয়েছেন সদস্যপদ প্রত্যায়নপত্র।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest