প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বৃহত্তর শনির হাওরের দক্ষিণ ও পূর্ব পাশের হোসেন পুর হতে আনোয়ার পুর বাজার পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কাজের শুভ উদ্বোধন করেন বালিজুরি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আজাদ হোসেন।
রবিবার সকাল ৯ ঘটিকায় এলাকার সাধারণ জনগন ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্তিতিতে এই কাজের উদ্বোধন করা হয়।
বিশাল এই বাধের কাজের উদ্বোধন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউপি সদস্য বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব বাবুল মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার,দক্ষিণকুল মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী আলী আমজদ,জাহাঙ্গীর আলম,দ্বীন মাহমুদ,বাবলু মিয়া,কয়েছ মিয়া,জাহাঙ্গীর আলম ডাঃ গীতিষ চন্দ,সহ প্রমুখ।
বালিজুরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আজাদ হোসেন বলেন, আমার ইউনিয়নে শনির হাওর পারের অন্তর্ভুক্ত চারটি হাওর রক্ষা বাঁধ রয়েছে যার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট পিআইসিগন নির্ধারিত সময়ের আগেই বাঁধের কাজ শেষ করে কর্তৃপক্ষ কে বুঝিয়ে দিতে পারবে।আমাদের একটি মাত্র বোর ফসল অকাল বন্যায় বার বার আমাদের আঘাত করে তাই হাওর রক্ষা বাঁধের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা এবং নির্ধারিত সময়ের আগেই বাঁধের কাজ শেষ করে কৃষককে দুশ্চিন্তা মুক্ত করা প্রয়োজন বলে মনে করি।এসময়ে উদ্বোধন শেষে মুনাজাত করেন দক্ষিণকুল জামে মসজিদের ইমাম সাহেব।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest