জামালগঞ্জে স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদের শীতবস্ত্র ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩

জামালগঞ্জে স্বপ্ননীড় সমাজ কল্যাণ পরিষদের  শীতবস্ত্র ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সেবা সংগঠন
“স্বপ্ননীড় সমাজ কল্যান পরিষদের” উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও বিভিন্ন জনগণকে নতুন বছরের ক্যালেণ্ডার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামে স্বপ্ননীড় সমাজ কল্যান পরিষদের কার্যালয়ে শীতবস্ত্র ও নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম আহমদ।
সংগঠনের প্রচার সম্পাদক রাহাদ আলম হৃদয়ের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য দেলোয়ার হোসেন, সাহাব উদ্দিন,মকলিছুর রহমান। বক্তব্য রাখেন মনজুরুল হক আফিন্দী, ওয়াহিদ আলী আফিন্দী, শাহনুর মিয়া, সংগঠনের সদস্য সামছুল আলম, তারেক আহমদ, হাবিব জাহিদ হাসান ইমন, এবাদুর রহমান, একরাম হোসেন, নাইম উদ্দিন আল হাদি, রাসেল প্রমুখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জামালগঞ্জেও শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের সুবিধাবঞ্চিত মানুষ। আমাদের আশেপাশে থাকা এসব সুবিধাবঞ্চিত মানুষেরা আমাদেরই আপনজন। তাই বিবেকের তাড়নায় এসকল মানুষের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও দেশের বাইরে বিত্তশালী রয়েছেন তারা এলাকায় অসহায় শীতার্ত মানুষের পাশে থাকার উদাত্ত আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ