সুনামগঞ্জে সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

সুনামগঞ্জে সাড়ে চার লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মদ, কয়লা, চিনি, পাথর, কম্বল, বারকী নৌকা, মটর সাইকেল এবং বাংলাদেশী রসুন জব্দ করেছে ২৮- বিজিবি টিম।

জানা যায়, টেকেরঘাট বিওপির টহল দল বুধবার সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

চিনাকান্দি বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২১১/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ১০০ কেজি ভারতীয় কয়লা এবং ০১টি মটর সাইকেল জব্দ করে

মাঠগাঁও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২২৫/২-এস এর নিকট হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড়া নামক স্থান হতে ১০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১টি বারকী নৌকা জব্দ করে।

ডুলুরা বিওপির টহল একই দিনে সীমান্ত পিলার ১২১২/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং শলুকাবাদ ইউনিয়নের পূর্ব ডুলুরা নামক স্থান হতে ৯০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

এবং পেকপাড়া বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২২৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের খ্রিষ্টান টিলা নামক স্থান হতে ৩৫ কেজি বাংলাদেশী রসুন জব্দ করে।
বনগাঁও বিওপির টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১২১৬/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করে।

বিরেন্দ্রনগর বিওপির টহল একই দিনে সীমান্ত পিলার ১১৯৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে

মাছিমপুর বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৭০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

লাউরগড় বিওপির টহল দল একই দিনে সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ২,০০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করে।

চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০১/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের কড়াইগড়া নামক স্থান হতে ৭৫ কেজি ভারতীয় চিনি এবং ০২টি কম্বল জব্দ করে।

এবং বনগাঁও বিওপির টহল দল একই দিনে সীমান্ত পিলার ১২১৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের চিনাউড়া নামক স্থান হতে ৮০ কেজি ভারতীয় চিনি এবং ০১টি মটর সাইকেল জব্দ করেছে।

আটককৃত এসব পন্যের সর্বমোট মূল্য- ৪ লক্ষ ৫৮ হাজার ,৬ শ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান, পিবিজিএম জানান,
আটককৃত ভারতীয় মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, কয়লা, চিনি, পাথর, কম্বল, বারকী নৌকা, মটর সাইকেল এবং বাংলাদেশী রসুন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়া

এ সংক্রান্ত আরও সংবাদ