তাহিরপুর আঙ্গারুলি হাওরের বেরিবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

তাহিরপুর আঙ্গারুলি হাওরের বেরিবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা বালিজুরী ইউনিয়নের আঙ্গারুলি হাওরের ১নং পিআইসির বাঁধের কাজের উদ্বোধন করেন।

বাঁধ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বালিজুরী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আজাদ হোসাইন,বড়দল দঃ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুছ আলী, বালুজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,বালিজুরি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী জাহাঙ্গীর আলম, উজ্জল মিয়া, বাবলু মিয়া,উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া,দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, আবুল কাশেম,ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ,পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুরের দায়িত্বে থাকা এসও সওকত আহমেদসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন,হাওর রক্ষা বাঁধের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। অনিয়ম গাফিলতি কোনো ভাবেই সহ্য করা হবে না। আমি চাই প্রতিটি বাঁধ নির্মাণে নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব প্রাপ্ত্য পিআইসিগন তাদের কাজ শেষ করবেন।

উল্লেখ্য,এ উপজেলায় ১৫ টি পি আইসি অনুমোদন করা হয়েছে। বাকী গুলো অনুমোদন করা হবে তবে সময় লাগবে।