সুনামগঞ্জ উইমেন্স চেম্বারের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

সুনামগঞ্জ উইমেন্স চেম্বারের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

ভাটির কণ্ঠ ডেস্ক : এফবিসিসিআই ও সুনামগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে শীতবস্ত্র উপহার স্বরুপ কম্বল বিতরণ করা হয়।
(০২ জানুয়ারী) সোমবার বিকাল ৪ ঘটিকার সময় সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্সের কার্যালয় প্রাঙ্গনে, জেলা উইমেন্স চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ও সুনামগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘হুসনা হুদার ‘ সভাপতিত্বে ও উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দা ফারহানা ইমার পরিচালনায় দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন,উইমেন্স চেম্বারের পরিচালক রওশন সিদ্দিকা কেয়া,চেম্বারের পরিচালক,রিমি আক্তার,সহ প্রমুখ।

সভাপতিত্বের বক্তব্যে উইমেন্স চেম্বার অব কমার্সের চেয়ারম্যান হুসনা হুদা বলেন, হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছি। প্রতিবছরের মতো আমরা এবারের শীতেও অসহায় ও দুস্থদের মাঝে ২০০ শত কম্বল শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। আশা করছি এদ্বারা অব্যাহত থাকবে। শীতের মৌসুমি যদি সবাই সবার পাশে দাঁড়ায় তাহলে সবাই ভালো থাকবে।