দাবি আদায়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দাবি আদায়ে শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

সেলিম আহম্মেদ, ধর্মপাশা:  সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবিতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ধর্মপাশায় কঠোর অবস্থানে রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাটডাউন কর্মসূচি পালন করেন তাঁরা।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ৫৪৬ জন শিক্ষক রয়েছেন।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা শুরুর হওয়ার কথা থাকলেও কয়েকটি বিদ্যালয় ছাড়া অধিকাংশ স্কুলেই সঠিক সময়ে পরীক্ষা শুরু হতে দেখা যায়নি। এতে উৎসাহ নিয়ে আসা কোমলমতি শিক্ষার্থীদের চোখে-মুখে হতাশ চাপ দেখা যায়।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিনের বৈষম্য দূর করতে তিন দফা দাবি আদায় অপরিহার্য। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি অব্যাহত রাখবেন এবং কোনো ক্লাস বা পরীক্ষায় অংশ নেবেন না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, সহকারী শিক্ষকরা শাটডাউন কর্মসূচিতে থাকায় কয়েকটি স্কুল ছাড়া, উপজেলার সবকটি স্কুলে সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপাশা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাকির হোসেন জানান, আমাদের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়া, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ