খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আনিসুল হক দোয়া চাইলেন

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

এম এ মান্নান, মধ্যনগর,সুনামগঞ্জঃ   সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার সময় ধর্মপাশা হিলিপ্যাড মাঠ উকিল পাড়ায়, এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মপাশা, মধ্যনগর,তাহিরপুর উপজেলার স্থানীয় বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে, সঞ্চালনা করেন ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। এছাড়াও বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম রহমত,জুলফিকার আলী ভুট্টু, ও আব্দুল হক।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, আজ ৭ দিন যাবত দেশে ও বিদেশে সকল ধর্মবর্ণ নির্বীশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছেন। ফেসশিষ্ট সরকার খালেদাকে ফুড পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের নিষ্ঠুর আচরণ এবং চিকিৎসা প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণেই আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনবারের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর প্রতি এমন আচরণ কোনও সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা নিয়ে সরকারের অমানবিক অবস্থান নিয়েছিল, জাতিকে ব্যথিত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

পরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, দেশ ও জাতির কাছে শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এম এ মান্নান,
০১৬০২২৩২৭৫৫
০৪.১২.২০২৫

এ সংক্রান্ত আরও সংবাদ