ধর্মপাশায় বিএনপি প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের শক্তিশালী ঐক্য প্রদর্শন

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

ধর্মপাশায় বিএনপি প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের শক্তিশালী ঐক্য প্রদর্শন

মহি উদ্দিন আরিফ, স্টাফ রিপোর্টার::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হকের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি ঐক্যের মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভা শুরুর আগে সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামালকে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মোতালিব খান।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমত। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ শান্ত, হাদিছ মিয়া, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বশীর আহমেদ, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মাহতাব, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তরিকুল ইসলাম শান্ত, পাইকুরাটি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার, ধর্মপাশা সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক চন্দন খান, ইকবাল হোসেন, মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সোহাগ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিশর আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাবিবুল্লাহসহ আরও অনেকে।

উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বলেন, “আমরা সমস্ত দ্বিধা–দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকের মিছিল তারই উদাহরণ।”

এ সংক্রান্ত আরও সংবাদ