প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩
আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ১নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিদ্যালয় শিক্ষক এবিএম মাছুম এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ভীমখালী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সীতোষ কুমার তালুকদার, জামালগঞ্জ সরকারি কলেজের প্রভাষক কামরুল ইসলাম সবুজ, মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ লুৎফর রহমান, ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা, জামালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও সহকারী শিক্ষক মোঃ সাফিজ উদ্দিন, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক বাদল কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী প্রমুখ।
অপর দিকে দুপুরে, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও জেলা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অরুপ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান তালুকদার।
উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ আবুহানিফা, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষাক, সহকারী শিক্ষক আল মামুন উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগ নেতা আসাদ আল আজাদ, মোঃ মোবারক আলী তালুকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest