বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির প্রাথমিক সদস্য পদে ফিরলেন নুরুল হক আফিন্দী

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপির প্রাথমিক সদস্য পদে ফিরলেন নুরুল হক আফিন্দী

আব্দুস সামাদ আফিন্দী ::
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হক আফিন্দীর বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা শেষে তাঁর উপর দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তাঁকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়—ইতিপূর্বে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নুরুল হক আফিন্দীর প্রাথমিক সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদন এবং সংশ্লিষ্ট দপ্তরের পর্যালোচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে দলের নীতি, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখার আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে সিদ্ধান্তের কপি বিএনপির বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর, মহাসচিবের কার্যালয়, দপ্তর সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপিকেও পাঠানো হয়েছে।

এ বিষয়ে নুরুল হক আফিন্দী বলেন—দল আমার প্রতি যে সম্মান, ভালোবাসা ও আস্থা ফিরিয়ে দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়—এটি আমার আদর্শ ও আবেগের জায়গা, আমার রাজনৈতিক পরিবার। সাময়িক ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় মনে এক ধরনের স্বস্তি ও নতুন করে দায়িত্বশীলতার অনুভূতি ফিরেছে।

আগামী দিনে দলের নীতি-আদর্শকে আরও শক্তিশালী করতে, ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার সঙ্গে মাঠে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। দলীয় শৃঙ্খলা, একতা ও সংগঠনকে আরও সুদৃঢ় করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। দলের সংকট-সম্ভাবনার প্রতিটি মুহূর্তে আমি দায়িত্বশীলভাবে পাশে থাকবো।

এ সংক্রান্ত আরও সংবাদ