প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক : সিলেট মুরারিচাঁদ কলেজের ঐতিহ্যবাহী সাহিত্যভিত্তিক সংগঠন ঐকতান সাহিত্য সংসদ-এর নতুন কার্যকরী কমিটি গঠন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সকল সদস্য ও উপদেষ্টা শিক্ষকদের পরামর্শ, আলোচনা এবং সম্মতিক্রমে সামায়ুন কবির-কে সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া ছিল স্বচ্ছ, গণতান্ত্রিক এবং সক্রিয় অংশগ্রহণে সমৃদ্ধ। সদস্যদের মতামত গ্রহণ, আলোচনার পরিবেশ সৃষ্টি এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে দায়িত্ব বণ্টন করা হয়। সামায়ুন কবির তাঁর পূর্বের কর্মদক্ষতা, সক্রিয়তা, সাহিত্যচর্চায় আগ্রহ এবং নেতৃত্বের সামর্থ্যের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।
নতুন সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি সংগঠনের কার্যক্রম সমন্বয়, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, নতুন সাহিত্য কার্যক্রম পরিকল্পনা এবং সাহিত্যচর্চাকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবেন।
সামায়ুন কবির “ভাটির কণ্ঠকে” কৃতজ্ঞতা স্বরূপ এক ধন্যবাদবার্তায় বলেন,
ঐকতান সাহিত্য সংসদের পক্ষ থেকে আমাকে—সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় আমি সকল শিক্ষক, উপদেষ্টা, প্রবীণ সদস্য, বর্তমান সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আপনাদের বিশ্বাস, সমর্থন ও ভালোবাসা আমাকে নতুন দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঐকতানের সাহিত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং তরুণ লেখকদের সৃজনশীলতায় এগিয়ে নিতে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতা, নিষ্ঠা ও নিষ্কলুষ মনোভাব নিয়ে কাজ করব।
আপনাদের সহযোগিতা ও পরামর্শ আগামীতেও কামনা করছি।
ঐকতানের অগ্রযাত্রা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা রইল।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest