ধর্মপাশায় যৌতুকের মামলায় বাবা-ছেলে কারাগারে

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

ধর্মপাশায় যৌতুকের মামলায় বাবা-ছেলে কারাগারে

 

মহি উদ্দিন আরিফ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শুক্রবার সকালে মানিক মিয়া (২৫) ও মো.শামছু (৫০) নামের দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা ছেলে মিয়া ও বাবা মো.শামছুর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের ১০মার্চ একটি মামলা হয়। এই মামলায় তাঁরা দুইজন পলাতক ছিলেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার নিজেদের বসতঘরের ভেতর থেকে ওই দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ