প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

ভাটির কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাসম্পূর্ণ কাজের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির জেলা আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমেদ খান।
তিনি বলেন, নারীদের জন্য আলাদা স্পেশাল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। নারীদের সম্মান মর্যাদা অনেক উপরে কিন্তু তারা অবহেলিত। তাই তাদের জন্য স্পেশাল ট্রেডের ব্যবস্থা করবো।
আগামী দিনে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ট্রেডভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকালে উত্তর বড়দল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও হারন বিন লায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান আরও বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে সুনামগঞ্জ-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন ও জাহিদুর রহমান প্রমুখ।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest