জামায়াত ক্ষমতায় আসলে নারীর মর্যাদা ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করবে ; তোফায়েল আহমেদ খান

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৫

জামায়াত ক্ষমতায় আসলে নারীর মর্যাদা ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করবে ; তোফায়েল আহমেদ খান

ভাটির কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাসম্পূর্ণ কাজের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির জেলা আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমেদ খান।

তিনি বলেন, নারীদের জন্য আলাদা স্পেশাল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। নারীদের সম্মান মর্যাদা অনেক উপরে কিন্তু তারা অবহেলিত। তাই তাদের জন্য স্পেশাল ট্রেডের ব্যবস্থা করবো।

আগামী দিনে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ট্রেডভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

শুক্রবার (৭ নভেম্বর ) বিকালে উত্তর বড়দল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও হারন বিন লায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান আরও বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে সুনামগঞ্জ-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন ও জাহিদুর রহমান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ