সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

ছাতক প্রতিনিধি::

ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম অধিকতর সক্রিয়করণ
স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা। ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন স্থানীয় সরকার ছাতক উপজেলা সমন্বয়কারী প্রসেনজিৎ বিশ্বাস।তিনি গ্রাম আদালতের গুরুত্ব, কার্যক্রম পরিচালনা, মামলার ধরন ও সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সাধারণ জনগণ দ্রুত বিচার পায়, যা মামলা-মোকদ্দমার ঝামেলা ও খরচ অনেকাংশে কমিয়ে আনে।”আলোচনা সভায় সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল অদুদ এর সভাপতিত্বে ও সচিব আব্দুস সবুরের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল জলিল,মাসুক মিয়া,রফিকুল ইসলাম, আল আমীন, একরাম আলী,সদস্যা সত্যারানী পাল,রেহেনা বেগম রানা,জোসনা মেগম।এসময় আরো বক্তব্য রাখেন তরুণ সমাজ সেবক শাহজাহান মিয়া, সাংবাদিক সুজন তালুকদার, প্রবীণ মুরুব্বি নুরুল হক, নাজির আহমদ ছানা,কামাল আহমদ,শফিকুর রহমান, রইছ আলী,
আলিম,কদ্দুস,সফিকা,ফাতেমা,আলতাফ,বিজুল বিস্বাস,ঝন্টু,আতিকুর রহমান, রোকসানা,রকিব,
সিরাজ, উদ্যোক্তা কামাল আহমদ সহ গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ