ইসকন নিষিদ্ধের দাবিতে  জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

ইসকন নিষিদ্ধের দাবিতে  জামালগঞ্জে বিক্ষোভ মিছিল

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি   ::

গাজীপুরে মসজিদের  খতিবকে গুম করে হত্যাচেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন-এর অপতৎপরতার প্রতিবাদে এবং নিষিদ্ধের দাবিতে জামালগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ) বাদ জুমা জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে তৌহিদী জনতার আয়োজন  এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাওলানা আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা মাছরুফ আহমদ’র পরিচালনায় বক্তব্য রাখেন সাচনা বাজার মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাওলানা লুৎফুর রহমান,দশগ্রাম কুকড়াপশী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর,মনোয়ারা আলী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা যোবায়ের আহমদ,মোহাম্মদ আলী উজ্জল,মাওলানা মাহদী হাসান,মাওলানা এহসানুল হক,মাওলানা মারিফুল হক,মাওলানা সাজ্জাদুল ইসলাম অন্তর প্রমুখ।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা।

বিক্ষোভে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে মুসলিমদের নিরাপত্তা ও সারাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ