ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

ধর্মপাশায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক

মহি উদ্দিন আরিফ::

সুনামগঞ্জ ১ (ধর্মপাশা মধ্যনগর জামালগঞ্জ ও তাহেরপুর) আসনের জাতীয়তাবাদীদল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের পক্ষে ধর্মপাশায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় সদর ইউনিয়নের মুগুয়ারচর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সোহেল তাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, সদস্য কবির আহমেদ, সদর যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল,যুবদল নেতা কবির তালুকদার, উপজেলা সেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল শিকদার,উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, তানভীর আহমেদ, মাইদুল ইসলাম, পারভেজ আহমেদ,সরকারি কলেজ শাখার আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে উপস্থিত সকলের মাঝে মাহবুবুর রহমানের পক্ষে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ