সাচনা বাজারে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন ইকবাল হাসান

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

সাচনা বাজারে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন ইকবাল হাসান

জামালগঞ্জ প্রতিনিধি::

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের দিক নির্দেশনায় এবং সুনামগঞ্জ জেলা বিএনপি ও সিলেট বিভাগীয় নেতাদের নির্দেশে সাচনা বাজার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তরুণ সমাজ সেবক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হাসান।

এসময় তিনি সনাতনী ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। সবাই মিলে মিলিতভাবে এ উৎসব উদযাপনের মধ্য দিয়েই প্রকৃত অসাম্প্রদায়িক চেতনা ফুটে ওঠে।

স্থানীয় নেতাকর্মীরাও তার সাথে উপস্থিত থেকে পূজামণ্ডপে আগত সবাইকে শুভেচ্ছা জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ