দুবাইতে নিখোঁজ জামালগঞ্জের যুবক রুহুল আহমদের সন্ধান চায় পরিবার

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৫

দুবাইতে নিখোঁজ জামালগঞ্জের যুবক রুহুল আহমদের সন্ধান চায় পরিবার

 

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের প্রবাসী যুবক রুহুল আহমদ প্রায় ২০ দিন যাবত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শারজাহ এলাকায় নিখোঁজ রয়েছেন।
তিনি ২০২২সালে দুবাইয়ে কাজের উদ্দেশ্য পাড়ি জমান।
নিখোঁজ রুহুল আহমদ উপজেলার ভীমখালি ইউনিয়নের মানিগাঁও গ্রামের আতাউর রহমানের ছোট ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে হঠাৎ করে তার সঙ্গে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। রুহুল আহমদের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়া তাদের জন্য দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে ফিরে পেতে প্রবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

এদিকে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে স্বজনরা বলেছেন— দুবাই-শারজাহ প্রবাসী ভাই-বোনেরা, দয়া করে রুহুল আহমদের খোঁজ পেতে আমাদের সহযোগিতা করুন। কেউ তার অবস্থান সম্পর্কে কিছু জানলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করবেন ০১৭৯১৪২৭৯২১ এই নাম্বারে।

এবিষয়ে চট্টগ্রাম দুবাই প্রবাসী কল্যাণে যোগাযোগ করলে তারা জানান এই নামে দুবাই সিআইডি কাউকে গ্রেফতার করে নাই।

এ সংক্রান্ত আরও সংবাদ