সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসবে মাহবুবুর রহমানের শুভেচ্ছা

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫

সুনামগঞ্জে শারদীয় দুর্গোৎসবে মাহবুবুর রহমানের শুভেচ্ছা

 

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ  প্রতিনিধি ::
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এই উৎসব সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দিক এবং জাতি হিসেবে আমাদের ঐক্য ও অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করুক।”

তিনি আরও আশা প্রকাশ করেন, শারদীয় এই উৎসবকে ঘিরে সকল ধর্ম-বর্ণের মানুষ পরস্পরের পাশে থাকবে এবং শান্তি-সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ