জামালগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫

জামালগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

জামালগঞ্জ প্রতিনিধি:: 
সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি কলেজে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের তিন শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ছাত্রশিবির জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কলেজের হলরুমে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জামালগঞ্জ কলেজ শাখার সভাপতি শাহীন মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সভাপতি ওবায়দুল্লাহ”র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলার সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সুনামগঞ্জ জেলার প্রকাশনা সম্পাদক রাখাব আহমেদ শিশির । বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ থানা শাখার নায়েবে আমির ফখরুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন. বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামালগঞ্জ থানা শাখার সেক্রেটারি মোবারক হোসেন তালহা, সুহেল আহমেদ, তোফায়েল আহমেদ, হাসান আল মাসুম, হাফিজ আরিফুল ইসলাম সহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজ জীবনে সফল হতে নিয়মিত পড়াশোনা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, দক্ষতা উন্নয়ন, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির জামালগঞ্জ কলেজ শাখার সেক্রেটারি কাব্বির আহমেদ, জুবায়ের আহমেদ তানভীর, রিফাত হাসান জীম, সাগর, নাঈম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে কলম ও শিবিরের সংক্ষিপ্ত পরিচিতি তুলে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ