তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি;  তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে এবং শান্তির পায়রা উড়িয়ে দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।

মোশাহীদ আলমের সভাপতিত্বে শ্রীপুর উত্তর ইউনিয়ন বি এনপি দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক ও
সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়া, বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বি এনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতা প্রাপ্ত ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা বি এনপি যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, রাখাব উদ্দিন, আবুল হুদা, উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান হাজী খসরুল আলম,সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখন্জি,বালিজুরি ইউনিয়ন বি এনপি সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য একে এম নাসের উজ্জল,তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ

কেন্দ্রীয় কৃষকদল সহঃ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শ্রীপুর উত্তর ইউনিয়ন বি এনপি দ্বিবার্ষিক সম্মেলন। নেতা কর্মীরা আনন্দ উচ্ছাস ও ভোটাদিকার প্রয়োগের মধ্যে দিয়ে তারা তাদের নেতৃত্ব ঠিক করবে। তিনি বলেন আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়, যারা পদ পাবে তারাও আমাদের লোক, যারা পদ পাবেনা তারাও আমাদের লোক। আমরা সকলেই এক সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা ঐক্যবদ্ধভাবে জালিম সরকারের পতন ঘটিয়েছি আমরা ধানের শীষের বিজয়ও নিশ্চিত করবো।

তাহিরপুর উপজেলা বি এনপি যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতা প্রাপ্ত ও সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জুনাব আলী বলেন, তারুণ্যের অহংকার বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এক কঠিন ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।বিগত ১৭ বছর সৈরাচার সরকার বহু চেষ্টা করেও বি এনপির ঐক্য ভাঙতে পারেনি।আমাদের মধ্যে কোন কোন্দল রাখা যাবেনা ফ্যাসিবাদের দোসররা চারদিকে ঘোরাঘুরি করছে এদের নিকট থেকে সকলকে সজাগ থাকতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ