প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
আব্দুস সামাদ আফিন্দী-জামালগঞ্জঃ জামালগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতি বার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রোমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য দ্বীপক তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু ও বীনা রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর,ঢ় উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক।
ওপেন আলোচনার বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, ফেনারবাঁক ইউপির চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম.নবী হোসেন ও সহসাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, আ’লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ প্রেস ক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, হাওর বাঁচাও আন্দোলনের নেত্রী শাহানা আল আজাদ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি প্রমুখ।
জামালগঞ্জর হাওরের বাঁধ বেড়িবাঁধ নির্মান, উপজেলার আইনশৃঙ্খলা বিষয়, সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব সহ সার্বিক বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়। বিশেষ করে হাওরের বাঁধ বেড়িবাঁধ নির্মানে কোন ত্রুটি থাকলে সাথে সাথে উপজেলা প্রশাসন ও পরিষদকে অবহিত করতে আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest