হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

ছাতক প্রতিনিধি :  হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির এক সভা মধ্যদিয়ে,শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে ২৫ আগষ্ট সোমবার দুপুরে জেলা কমিটির আহ্বায়ক শাহ্ কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সুহেল আলমের পরিচালনায় সাংগঠনিক বক্তব্য রাখেন জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, মুজাহিদুল ইসলাম মজনু। পরবর্তীতে জেলার নেতৃবৃন্দ নবগঠিত ৮টি উপজেলা কমিটির অনুমোদন কপি হাতে তুলে দেন, উপজেলার আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলার আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব আহমেদ উসমান, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক মোঃ নুরুল আলম সাগর, সদস্য ফজলে রাব্বি, জামালগঞ্জ উপজেলার আহ্বায়ক রেজাউল করিম কাপ্তান, সদস্য সচিব মোঃ তোফায়েল আহমেদ, তাহিরপুর উপজেলার আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব রিপছান হাবীব, জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক রুবেল ভূইয়া, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ উবাইদুল হক, দোয়ারাবাজার উপজেলার আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব আবু তাহের মিসবাহ সহ জেলার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্বাহা হোসাইন, সুমন পাল, ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার, মুশাহিদ আলম, আব্দুল বাছির, তৈয়বুর রহমান, দবির মিয়া, মিজানুর রহমান, আকিব জাবেদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ