প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি: সিলেট বিভাগের শ্রেষ্ঠ,স্থান অর্জন করেছে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলার মধ্যে ১১ তম ও সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন। এর পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) সর্বশেষ ওয়েব পোর্টালের মূল্যায়নে (ফেব্রুয়ারি ২০২৫) সারা বাংলাদেশের ৪৯০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৯তম ও সিলেট বিভাগে ২য় স্থান অর্জন করে ছিলো।
এই অর্জন সম্ভব হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের নিরলস পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বের ফলে।
নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে দ্রুত উন্নতির লক্ষ্যে একাধিক পদক্ষেপ,
জরুরি চিকিৎসা সেবা উন্নয়ন ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সাধারণ মানুষ এখন আরও দ্রুত চিকিৎসা পাচ্ছে।
মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা: গর্ভবতী মা ও নবজাতকের জন্য বিশেষ ইউনিট সক্রিয় করা হয়েছে। নিয়মিত প্রসবকালীন সেবা ও মা-শিশুর স্বাস্থ্যঝুঁকি হ্রাসে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিজিটাল সেবা: স্বাস্থ্য ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। অনলাইন রিপোর্টিং, রোগী নিবন্ধন এবং স্বাস্থ্য তথ্যের ডিজিটাল সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধি: গ্রামীণ পর্যায়ে নিয়মিত মেডিকেল ক্যাম্প, টিকাদান কার্যক্রম ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সভার আয়োজন করে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা হয়েছে।
স্বচ্ছতা ও জবাবদিহিতা: স্বাস্থ্যসেবায় দুর্নীতি, অনিয়ম ও অবহেলা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর ফলে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান এবং রোগীর সন্তুষ্টি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ডা. নুসরাত আরেফিন বলেন ছাতকের মানুষ আমার পরিবার। তাদের স্বাস্থ্যসেবায় উন্নতি আনা আমার দায়িত্ব, আমার লক্ষ্য হলো ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সারাদেশের সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা।
আমি চাই, কোনো মানুষ যেন চিকিৎসা সেবার অভাবে কষ্ট না পায়। রোগী যেন হাসিমুখে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে পারে—এটাই আমাদের আসল অর্জন। আর এ-শ্রেষ্ঠত্ব অর্জন আমার নয়, পুরো উপজেলাবাসী।
ড.নুসরাত আরেফিন বলেন এটি সিলেট ও ছাতক উপজেলা বাসীর জন্য এক বিশাল গৌরবের বিষয়। সকল সহকর্মী ও কলিগদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরো বলেছেন সকলের সহযোগিতা ও পরিশ্রম ছাড়া এটি কখনোই সম্ভব হতো না।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest