জামালগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫

জামালগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ এক আসনের জামালগঞ্জ উপজেলা বিএনপির সমাবেশ ঘিরে নেতা কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগামি ২৩ আগস্ট শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামালগন্জ সদরে বিএনপির সমাবেশ আয়োজন করা হয়েছে।এদিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বি এনপি আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বি এনপি আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ আনিসুল হক।

আয়োজক কমিটির দাবি সমাবেশে জামালগন্জ বিএনপির মুলস্রোতের নিপীড়িত -নির্যাতিত, আদর্শিক নেতা কর্মী-সমর্থকদের প্রাণের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবে।এবং জুলাই বিপ্লবের পর এটিই হবে বিএনপির সর্ববৃহৎ সমাবেশ।

এদিকে সমাবেশ ঘিরে জামালগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীদের দাবি, এই গণসমাবেশ প্রমাণ করবে বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আনিসুল হক ।অন্যদিকে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের মাঝে বইছে ঐক্যর হাওয়া । এতদিন যে সকল নেতা কর্মী-সমর্থকগণ নানা কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিল তাঁরা আবারো রাজনীতিতে সক্রীয় ও গা-ঝাড়া দিয়ে নবউদ্দ্যোমে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। যে কারণে দীর্ঘদিন পর এখানে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ফিরে এসেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। বিএনপির নেতা কর্মী-সমর্থকরা অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের।উপজেলার প্রায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিন হচ্ছে উঠান বৈঠক ও প্রচারণা।

বিশাল জনসভায় প্রধান অতিথি এমপি প্রার্থী আনিসুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দেবেন বলে মনে করছেন নেতাকর্মীগণ।

এবিষয়ে জানতে চাইলে উপজেলার একাদিক নেতৃবৃন্দ বলেন, স্বরন কালের সবচাইতে বড় জন সমাবেশ অনুষ্ঠিত হবে। তৃনমুল নেতাকর্মী সমর্থকরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সুনামগঞ্জ এক আসনের নির্যাতিত নিপিড়ীত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে যিনি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন সেই প্রিয় নেতার বক্তব্য শুনতে।তারা বলেন প্রতিটি ওয়ার্ড থেকে পাড়া থেকে নেতা কর্মী সমর্থকরা ধানের শীষের মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহণ করবে

এ সংক্রান্ত আরও সংবাদ