তাহিরপুরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান গ্রেফতার

প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

তাহিরপুরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান গ্রেফতার

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:   তাহিরপুরে বিশেষ অভিযানে বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সভাপতি ও সাবেক তিন বারের চেয়ারম্যান মো. আতাউর রহমানকে (৬০) গ্রেফতার করেছে থানা পুলিশ । তিনি উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বালিজুড়ি গ্রামের নবী হোসেনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার বালিজুড়ী বাজার থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ