ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল নেতা সাদ মিয়া’র কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

ছাতকের গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল নেতা সাদ মিয়া’র কৃতজ্ঞতা প্রকাশ

ছাতক প্রতিনিধি :  গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাদ মিয়ার কৃতজ্ঞতা প্রকাশ। তিনি নবগঠিত কমিটির পক্ষ থেকে বলেন,আমি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ শাখার নবগঠিত কমিটিতে আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করার জন্য।এটি আমার জন্য এক বিরাট গুরুদায়িত্ব। আমি প্রতিশ্রুতিবদ্ধ, দলের আদর্শ ও নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবসময় সংগঠনের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ।বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুনামগঞ্জের লাখ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন, ভাটি বাংলার সিংহপুরুষ, ছাতক দোয়ারাবাজারের সাবেক তিন বারের সফল সংসদ সদস্য আমার নেতা জননেতা কলিম উদ্দিন মিলন,আমার ছাত্র রাজনীতির গুরু, ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি প্রিয় নেতা মতিউর রহমান রুমান ভাইয়ের প্রতি।আরও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মুমিত ইসলাম ও সদস্য সচিব তারেক মিয়ার প্রতি। কৃতজ্ঞতা আমার সকল সহযোদ্ধাদের প্রতি,যারা আমাকে বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, পাশে ছিলেন।দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমি সততা, সাহস ও দায়িত্বশীলতার সাথে এই দায়িত্ব পালন করতে পারি।

ছাত্রদল শুধু একটি সংগঠনের নাম নয় এটি একটি চেতনার নাম, একটি সংগ্রামের নাম।
আমি অঙ্গীকার করছি—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র অবিচল নেতৃত্ব, এবং দেশনায়ক তারেক রহমান’র সংগ্রামী দিকনির্দেশনায় আমি সর্বশক্তি দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ