প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন গণমানুষের নেত্রী হাওরাঞ্চলের সন্তান সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজির হুসেন এর সহধর্মিণী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির।
তৃণমূলের নেতা কর্মী সমর্থক এবং ভোটাররা বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের রাজনীতি পরবর্তী জাতীয় নির্বাচনের দিকে এক সুস্পষ্ট গন্তব্যে গড়াল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় রাজনীতির স্রোতদ্বারা এখন নির্বাচনী মাঠে প্রবাহিত হচ্ছে। তারা বলেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা ১৯৮৬ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগের এমপি ছিল ছয় বার, তার মধ্যে চারবার রাতের ভোটে, জনগনের ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপির এমপি ছিলেন তিনবার, জাতীয় পার্টি ছিল একবার।আওয়ামী লীগের দখলে থাকা আসনটি একমাত্র নজির হুসেন ভেঙে দিয়ে তার দখলে এনেছিলেন। তিনি আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী বাবু সুরঞ্জিত সেন গুপ্তকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। তিনি এই নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দুর্গ কে ভেঙে বি এনপির দুর্গ হিসেবে তৈরি করেছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবারের নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। মানুষ স্বাধীনভাবে তার ভোট প্রয়োগ করতে পারবে। অতএব জনগনের ভালোবাসায় যে এগিয়ে থাকবে থাকেই মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি প্রয়াত নজির হুসেন এর সহধর্মিণী সালমা নজির বলেন,আমার স্বামী প্রয়াত নজির হুসেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকা থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জেলা বি এনপির সাধারণ সম্পাদক পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি আওয়ামী লীগের হ্যাভিওয়েট প্রার্থী বাবু সুরঞ্জিত সেন গুপ্তকে পরাজিত করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি আওয়ামী লীগের ভোটের দূর্গকে ভেঙে বি এনপির ভোটের দূর্গ তৈরী করেছিলেন। তিনি হাওরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাহিরপুর উপজেলায় তিনটি শুল্ক স্টেশন স্তাপন করে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন। তিনটি শুল্ক স্টেশন স্তাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা সাবলম্বি হয়েছে।তিনি অসংখ্য স্কুল কলেজ মসজিদ মন্দির গীর্জা রাস্তাঘাট নির্মান করেছেন। তিনি হাওরাঞ্চলের পর্যটন নিয়ে স্বপ্ন দেখতেন। তার রেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন এবং কাজগুলো এগিয়ে নিতে আজ আমি আপনাদের দ্বারে দ্বারে তারেক রহমানের ৩১ দফা নিয়ে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমতে স্বারাজীবন থাকতে পারি।

উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest