জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মতবিনিময় সভা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৫

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মতবিনিময় সভা

আবু ইউসুফ নাঈম::

শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান।
সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায়
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তাইয়েবুন নেছা আফিন্দী, সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার, মো. মুজাহিদ হোসেন, অর্চনা রানী তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মুহিত, প্রদীপ কুমার রায়, মো. রইছ উদ্দিন, মো. সফিজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ছাড়া ভালো ফলাফল সম্ভব নয়। বিদ্যালয়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সহপাঠ কার্যক্রম ও শিক্ষক-অভিভাবক নিয়মিত যোগাযোগ শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসাথে কাজ করলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অভিভাবকরাও বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বলেন, সন্তানদের পড়াশোনা ও বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলার বিষয়ে পরিবার থেকেই সচেতনতা বাড়াতে হবে। তারা নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।অভিভাবক সমাবেশ শেষে ২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ