এসএসসিতে জামালগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে হাওরের মেয়ে শিমু 

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

এসএসসিতে জামালগঞ্জ উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে হাওরের মেয়ে শিমু 
আব্দুস সামাদ আফিন্দী,বিশেষ  প্রতিনিধি ::
সুনামগঞ্জের হাওরবেষ্টিত জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার শিমু চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে  ১৩০০ নম্বরের মধ্যে   ১২২৮ নম্বর পেয়ে   উপজেলার মধ্যে  সর্বোচ্চ নম্বরে  কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার এই গৌরবময় ফলাফল বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার এনেছে।
তামান্না ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও গৃহিণী মাতার জ্যেষ্ঠ কন্যা। তার ছোট ভাই জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিমু জানায়, আমি বড় হয়ে একজন মানবসেবী ডাক্তার হতে চাই। হাওরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার স্বপ্ন।”সে আরও জানায়, এই সফলতার পেছনে রয়েছে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পরিবারের উৎসাহ ও নিজের কঠোর অধ্যবসায়।
 পিতা মো. সানোয়ার হোসেন বলেন,মেয়ের এমন ভালো ফলাফল আমাকে গর্বিত করেছে।  আল্লাহ চাইলে আমার মেয়ে একদিন ডাক্তার হয়ে এলাকার মানুষের উপকার করবে—এই আশাই করি।
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী  বলেন,তামান্না আক্তার শিমু আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান ছাত্রী। সে নিয়মিত ক্লাস করেছে, পড়াশোনায় খুবই মনোযোগী ছিল। তার এই অসাধারণ ফলাফল শুধু বিদ্যালয়ের নয়, পুরো উপজেলার জন্য গর্বের। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ