মধ্যনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

মধ্যনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

ভাটির কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর ) দুপুর ১ ঘটিকার সময় মধ্যনগর বিশ্বেররি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উজজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মশালায় সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ হাসান খান বলেন, মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। পরিবার ও সমাজজীবন থেকে মাদকদ্রব্য উৎখাত এবং মাদকাসক্তি নির্মূল করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি দরকার মানুষের বিবেক ও মূল্যবোধের জাগরণ, সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক সামাজিক আন্দোলন। সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে বক্তারা মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, সকল ধর্মীয় নেতৃবৃন্দ, পিতা-মাতা, সুশীল সমাজ, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মধ্যনগর বি, পি, হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঞ্জিব তালুকদার টিটু, মধ্যনগর থানার এস আই নিরস্ত্র মোঃ শামিম আহমেদ।
মধ্যনগর বাজার বনিক সমিতির সভাপতি বাবু ওমরেশ চৌধুরী সহ মধ্যনগর প্রেসক্লাব সভাপতি কুতুবউদ্দিন তালুকদার, প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আতিক,।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ,ও জনপ্রতিনিধিগন।