ছাতকে চোরাই মালামাল সহ দু’ ট্রান্সফরমার চোর আটক

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২

ছাতকে চোরাই মালামাল সহ দু’ ট্রান্সফরমার চোর আটক

ছাতক প্রতিনিধি: ছাতকে ট্রান্সফরমার চোর চক্রের দু’সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সপোর্দ করেছে এলাকাবাসী। সোমবার ভোর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এসময় ট্রান্সফরমার চুরি করার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের তেলিখাল গ্রামের আব্দুল হাই’র পুত্র জুয়েল মিয়া(৩২) এবং মোৗলভীবাজার জেলার সড়কের বাজার ইউনিয়নের সাগুহাটি গ্রামের আলম উল্লাহর পুত্র সুহেল আহমদ(৩৫)। স্থানীয়রা জানান, বোরো জমিতে পানি সেচের জন্য কিছুদিন আগে গৌরীপুর এলাকায় একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপন করা হয়। সোমবার ভোর রাতে ওই ট্রান্সফরমারটি খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রান্সফরমার চুর চক্রের সদস্য জুয়েল মিয়া ও সুহেল আহমদকে আটক করে গণধোলাই দেয়। সকালে খরর পেয়ে ছাতক থানার এসআই ফাত্তাহশ ঘটনাস্থলে পৌছে ট্রান্সফরমার চুরির জন্য ব্যবহৃত যন্তপাতি ও চোরাই মালামাল সহ দু’চোরকে থানায় নিয়ে যান। এর আগেও বিভিন্ন এলাকা থেকে আরো একাধিক ট্রান্সফরমার চুরি করেছে বলে আটককৃত দু’চোর পুলিশকে জানিয়েছে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস জানান, ট্রান্সফরমার চোরদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ