তাহিরপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখ বরন উৎসব

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

তাহিরপুরে বিএনপির বর্ণাঢ্য বৈশাখ বরন উৎসব

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  তাহিরপুর উপজেলা বি এনপির আয়োজনে বর্ণাঢ্য বৈশাখ বরন উৎসব পালিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে শোভাযাত্রাটি বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বি এনপির সাবেক সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, বি এনপি নেতা সাইদুল কিবরিয়া, বাবরুল হাসান বাবলু, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবু জহুর,শিপুল মিয়া রিংকু রায়,ইউপি সদস্য তুজাম্মেল হক নাছরুম সোহানুর রহমান সোহাগ,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল,সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না ছাত্রদল নেতা রাহুল,রাব্বী, ওহি মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ সহ স্কুলের কোমলমতি শিক্ষার্থী বৃন্দ।

উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন,
পহেলা বৈশাখ বাঙালির নতুন জীবনের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে দিনটি সকলেই একত্রে আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। অতীতের গ্লানি ও ব্যর্থতা পেছনে ফেলে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় দিনটি পরিণত হয় বাঙালির সর্বজনীন লোকজ উৎসবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবার নডুন পরিবেশে বর্ষবরন উৎসব বিশেষ মাত্রা পেয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ