ধর্মপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

ধর্মপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের লক্ষণখোলা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা  সার্কেল) আলী ফরিদ আহমেদ। ওই বিটের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন পাল ও এএসআই মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদক, জুয়া, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করছে পুলিশ এমনটাই জানিয়ে সার্কেল আলী ফরিদ আহমেদ। এছাড়াও এলাকার চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণেন আশ্বস্ত করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ