ধর্মপাশায় দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫

ধর্মপাশায় দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় শাড়ি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলার ৬টি
ইউনিয়নে ৪’শত ৫০টি দরিদ্র ও হতদরিদ্র নারীর মধ্যে এসব শাড়ি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাংবাদিক সালেহ আহমদ, সেলিম আহম্মেদ প্রমুখ।