সুনামগঞ্জে বসবাসরত তাহিরপুর উপজেলা কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

সুনামগঞ্জে বসবাসরত তাহিরপুর উপজেলা কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগন্জে বসবাসরত তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে শহরের লতিফা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল হয়।

তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি রেজুয়ান আহমদ, সমিতির উপদেষ্টা সাবেক শিক্ষক আব্দুল হান্নান, নুরুল ইসলাম, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. আলমগীর কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, কামরুজ্জামান কামরুল, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, খসরুল আলম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বি এনপির নব গঠিত কমিটির আহব্বায়ক বাদল মিয়া, উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, প্রফেসর সুদিন চন্দ্র পাল, নারায়ণ চক্রবর্তী, আব্দুল আওয়াল, বিশ্বম্ভরপুর সমিতির সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল, কানন বন্ধু রায়, জন্টু সরকার, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, সামরুল ইসলাম,আবু নাসির।

ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় ইফতার আয়োজক কমিটির আহবায়ক মো. মোদাচ্ছির আলম, সদস্য সচিব ফেরদৌস আলম আখুঞ্জিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন পূর্ব বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ।

এ সংক্রান্ত আরও সংবাদ