প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
মধ্যনগর(সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ নেতা স্বদেশ রায় গং এর বিরুদ্ধে জামালপুর মৌজায় সাবেক দাগ ৩০২ জে এল১০,,, সরকরী ১খতিয়ান এর অন্তর্ভুক্ত ২ একর ৮০ শতক ———/ ভূমি জাল দলিল সৃষ্টি করে আত্বসাত করার অভিযোগ উঠেছে।
মধ্যনগর সদর ইউনিয়নের বাসিন্দা প্রভাবশালী ধন্যাট্ত ব্যাক্তি পংকজ রায় স্বদেশ রায়ের ও প্রমত রায় এর বিরুদ্ধে সরকারী সম্পত্তি জাল দলিল সৃষ্টি করে আত্বসাত করার অভিযোগ উঠেছে ১৭ইং মার্চ মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার, বরাবরে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন তেলীপাড়া গ্রামের তামিম হাসান জুয়েল।
অভিযোগে সূত্র জানা যায় তেলীপাড়া গ্রামের মৃত হেকমত আলী , পিতা মৃত জিন্নাত আলী জীবদ্দশায় জামালপুর মৌজাধীন সাবেক৩০২দাগ জে এল নং১০, সরকারী ১/খতিয়ান এর অন্তর্ভুক্ত, লায়েক পতিত ভুমি ভুমি হীন হিসেবে বন্দোবস্ত আবেদন করেন। যার বন্দোবস্ত নং s.c.no.311(DP)1964. উক্ত আবেদন এর পরিপ্রেক্ষিতে আনুমানিক ১৯৭৫ইং সনে সরকার বন্দোবস্ত টি অনুমোদিত করে হেকমত আলী কে ১০বছরে সমান ১০ কিস্তিতে সালামীর টাকা পরিশোধ করার জন্য আদেশ করেন, কিন্তু হেকমত আলী প্রথম ১ কিস্তি পরিশোধ করেন, বাকী সালামীর ৯ কিস্তি নির্দিষ্ট মেয়াদের মধ্যে পরিশোধ না করাতে সরকার বন্দোবস্ত টি হেকমত আলী কে কবুলিয়ত রেজিষ্ট্রি করে দেয় নাই, পরবর্তীতে পংকজ রায় গং কর্তৃক হেকমত আলী কে দিয়ে জালিয়াতি করে মধ্যনগর ভৃমি অফিসে১৯৯১ইং সনে ১/১০৮ খতিয়ান খুলে, , এবং এই হেকমত আলী থেকে তারা উক্ত ভুমি ক্রয় করে১৩/১০/১৯৯১ইং তারিখে ২৫৫৬ নাম্বার দলিল এ পংকজ রায়, স্বদেশ রায় ও প্রমত রায় মিলে তাদের পিতা মৃত পরিতোষ রায় এর নামে বাদশাগন্জ সাব রেজিস্ট্রার অফিসে উক্ত জাল দলিল সৃষ্টি করে । পরবর্তীতে তারা উক্ত জাল দলিল এর মাধ্যমে তারা তিন ভাই এর নামে বর্তমান আর এস রেকর্ড করে মালিক হোন। উক্ত ভুমির বর্তমান মুল্য প্রায় ছয় কোটি টাকা।
এমতাবস্থায় তেলীপাড়া নিবাসী তামিম হাসান জুয়েল সচেতন নাগরিক হিসেবে, জাল দলিল সৃষ্টি করে সরকারি সম্পত্তি আত্মসাতের জন্য,স্বদেশ রায় ও পঙ্কজ রায় এবং প্রমত রায় রায়ের বিরুদ্ধে প্রচলিত আইনে,আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাসহ উক্ত ভুমি সরকার অনুকূল এ দখল নেওয়ার জন্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মধ্যনগর,,,বরাবর ১৭/০৩/২০২৫ইং তারিখে লিখিত আবেদন ও অভিযোগ দাখিল করেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest