প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
দিরাই সংবাদদাতা :: দিরাইয়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধিতার জের ধরে ৭০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের মৃত জফর আলীর স্ত্রী আয়েশা বিবি। মঙ্গলবার ভোর ৬ টায় রাজনাও গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত আয়েশা বিবিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে রাজনাও গ্রামের মৃত. জফর আলীর ছেলে উছমান গনী ও সফিজ উল্লার ছেলে জামাল উদ্দিনের স্বজনদের বিরোধ ছিল। এ নিয়ে বিগত কয়েক বছর একাধিক সালিসি বৈঠক হলেও কোন সমাধান হয় নি। সোমবার রাতেও সালিস বৈঠকের এক পর্যায়ে দুই পক্ষের কথা কাটাকাটি শুরু হওয়ায় বৈঠক হয় নি।
নিহতের ছেলে উছমানগনী জানান, বাড়ির সীমানা বিরোধ নিয়ে সোমবার রাতের সালিস বৈঠকে কোন ফলাফল হয় নি। এর জের ধরেই প্রতিপক্ষ জামাল উদ্দিন ও তার লোকজন ভোর বেলা আমার মাকে রামদা দিয়ে কুপাতে থাকে। এক পর্যায়ে চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার মাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাবলু বললেন, বাড়ির সীমানা নিয়ে রাজনাও গ্রামের দুই পক্ষের বিরোধ চলছিল। এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা বিগত দিনে কয়েকবার সালিস করেও কোন সমাধান হয়নি। এর জের ধরেই হত্যাকা-টি ঘটেছে।
দিরাই থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বাড়ির সীমানা বিরোধ নিয়ে রাজনাও গ্রামে হত্যাকা- ঘটেছে। খুনী পরিবার নিয়ে এলাকা ছেড়ে গেছে। এখনও কাউকে আটক করা যায় নি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক – জাকিয়া সুলতানা
ঠিকানা – সুনামগঞ্জ সদর হাসপাতাল পয়েন্ট, সুরভী ১২/২ হাছন নগর সুনামগঞ্জ।
মোবাইল নাম্বার ০১৩১০৮৬৮৩১৩
email- noorerfouara94@gmail.com
Design and developed by Web Nest