তাহিরপুরে আওয়ামী মার্কা কমিটি প্রত্যাখানের দাবিতে সংবাদ সম্মেলন করলেন ত্যাগী নেতৃবৃন্দ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

তাহিরপুরে আওয়ামী মার্কা কমিটি প্রত্যাখানের দাবিতে সংবাদ সম্মেলন করলেন ত্যাগী নেতৃবৃন্দ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার ও কারাবরণকারী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের চিহ্নিত দোসরদের দিয়ে তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যা ইতিমধ্যে ‘আওয়ামী লীগ মার্কা’ কমিটি নামে পরিচিতি পেয়েছে।সমস্ত উপজেলায় এই কমিটিকে হক মার্কা কমিটি বলেও আখ্যায়িত করছেন কেউ কেউ।

অবিলম্বে এই কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মধুয়ারচর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্ বলেন, “জেলা কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) আব্দুল হক তার আপন শ্যালককে তাহিরপুর উপজেলা বিএনপির কমিটিতে স্থান করে দিয়েছে, যে কিনা আওয়ামী লীগের নিবেদিত কর্মী ছিল। এমন আরও অনেকেই এ কমিটিতে স্থান পেয়েছে।”
বড়দল উত্তর ইউনিয়নের অন্তত ৫০ জন নেতাকর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এই কমিটিতে স্থান হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, “২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন থেকেই নেতারা স্থান পেয়েছে। অথচ বিএনপির ভোট ব্যাংক খ্যাত বড়দল উত্তর ইউনিয়নের কোনো নেতাকর্মীর স্থান এ কমিটিতে হয়নি।”

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির এই সাবেক সভাপতি তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ ঘেঁষা লোকদের নিয়ে গঠন করা কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হোসেন, উপজেলা বি এনপি নেতা মাহবুব মল্লিক সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আ. জব্বার, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং কৃষকদল নেতা হাবিবুর রহমান সংগ্রাম।

এ সংক্রান্ত আরও সংবাদ